ডেস্ক নিউজ: সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগের প্রথম দিন দেশের বিভিন্ন স্থানে সংঘাতে বিপুল প্রাণহানি হয়েছে।
বিভিন্ন গণমাধ্যম ও সংবাদদাতাদের প্রাপ্ত তথ্য মতে এখনও পর্যন্ত ৯৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ ২৭ জন (উল্লেখ্য এক মহিলা পুলিশ সন্তান সম্ভ্ব্যাবা ছিলেন), লক্ষ্মীপুরে সংঘর্ষে ১০ জন, ফেনীতে ৮ জন, ঢাকায় ৮ জন, নরসিংদীতে ৬ জন, সিলেটের গোলাপগঞ্জে ৫ জন, বগুড়ায় ৪ জন, রংপুরে যুবলীগ কর্মীসহ ৩ জন, কিশোরগঞ্জে ৩ জন, কুমিল্লায় ৩ জন, শেরপুরে ৩, পাবনায় ৩ জন, মুন্সীগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, জয়পুরহাটে ২ জন, বরিশাল সদরে ১ আওয়ামী লীগ নেতা, সাভারে ১ জন, ভোলায় ১ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন, কক্সবাজারে ১ জন ও হবিগঞ্জে ১ জন নিহত হয়েছেন।