
কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযোগ্য মযদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা নিবাহী অফিসার মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে সভায় শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) মোঃশাহাবুদ্দীন, আত্রাই থানা বিএনপি;র সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন শাখিদার, সাবেক আহ্বায়ক ও ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জলিল চকলেট, ইউনাইটেড প্রেস ক্লাব ,আত্রাই, নওগাঁ সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর,আত্রাই থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপী,পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়েত ইসলাম বাংলাদেশ আত্রাই উপজেলা শাখার আমির সাংবাদিক খবিরুল ইসলাম, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিমুদ্দিন মন্ডল, বিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা খান, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মন্জুরুল আলম মন্জু, সাহাগোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, মনিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম্রাট হোসেন, হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন, বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তি যোদ্ধা কাজী রুহুল ইসলাম, সহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য প্রমূখ।