কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) সকালে একযোগে উপজেলার আট ইউনিয়নে ১৬টি কেন্দ্রে (পয়েন্টে)চাল বিক্রয় শুরু হয়েছে।
খাদ্য অধিদপ্তরের এই উদ্যোগে কার্ডধারী পরিবার প্রতিকেজি চাল মাত্র ১৫ টাকায় সংগ্রহ করতে পারবেন, মাসে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত। পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার পয়েন্টের ডিলার শেখ মোঃ বাহাদুর আলী এই ও একই ইউনিয়নের পাঁচপাকিয়া পয়েন্টের ডিলার মোঃ- নিয়ামত আলী এই কার্যক্রম পরিচালনা করবেন। প্রতি সপ্তাহে তিন দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। একই দিনে সাহাগোলা বিশা ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নের চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাম ছুন্নাহার এলএস ডি ভারপ্রাপ্ত অফিসার উত্তম কুমারএবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সম্প্রতি আটটি ইউনিয়নের ১৪টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য বিঞ্জপ্তি প্রকাশ করা হয়েছিল। বিঞ্জপ্তি প্রখাশের পর আবেদন যাচাই-বাছাই শেষে ১৪ জন যোগ্য ডিলার খোলা লটারির মাধ্যমে নিবাচিত করা হয়। প্রতিটি কেন্দ্রের জন্য একাধিক আবেদন থাকায় সরাসরি খোলা লটারির মাধ্যমে নিবাচিত আবেদন কারীকে সরকারী নির্দেশনায় মতে ডিলার নিযোগ দেওয়া হয়েছে।




















