রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর আত্রাইয়ে ১২হাজার ৮০০জন কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে কৃষি প্রণোদনার আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনা মূল্যে বোরো উপশী ও বোরো হাইব্রিড ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।
আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক,ভাইস চেয়ারম্যা শেখ মো: হাফিজুল ইসলাম,ওসি তারেকুর রহমান সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম কাওছার হোসেন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিপক কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ঠরা জানান, প্রতিজন কৃষককে উপশী ধান বীজ ৫কেজি,এবং হাইব্রিড ধান বীজ ২কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়।