
ঈদগাঁও কক্সবাজার প্রতিনিধি॥ মুজিব শতবর্ষ উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও তে নির্মাণাধীন ঘর সমূহের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
গতকাল বিকেলে তিনি ঈদগাঁও ইউনিয়ন ভাদি তলায় এসব ঘর পরিদর্শনে আসেন। পরিদর্শন কালে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম,ইউপি সদস্য জিয়াউল হক জিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ,প্রকল্প সংশ্লিষ্ট লোকজনসহ উপকারভোগী উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক প্রকল্পটিকে মডেল আশ্রয়ন হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
কক্সবাজার সদর উপজেলা প্রশাসন তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের কাজের মধ্যে রয়েছে মসজিদ, বাচ্চাদের খেলাধুলার জন্য পার্ক, অভ্যন্তরীণ রাস্তায় সোলার সিস্টেম, মার্কেটসহ বিভিন্ন সুযোগ-সুবিধার সৃষ্টি করা।