ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি॥ ঈদগাঁওতে দুইটি পেট্রোল পাম্পকে জরিমানা গুনতে হলো। গতকাল বিকেলে ঈদগাঁও স্টেশন দুইটি পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা যায়, ঈদগাঁও উপজেলার খোদাইবাড়ীর রাশেদ ফিলিং স্টেশন ও গরু বাজার এলাকার মেসার্স করিম এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে মোবাইল কোর্টে ওজন পরিমাণ এবং মানদণ্ড আইনের সংশ্লিষ্ট ধারা লংঘনের দায়ে ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একইদিনে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ইজিপিপি প্রকল্প, ঈদগাঁ ইউনিয়নের দরগাহ পাড়ায় মুজিব শত বর্ষের গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেছেন- কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া।