এম আবু হেনা সাগর, ঈদগাঁও (কক্সবাজার)॥ বহুল প্রতিক্ষিত ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ প্রথম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধন করেন- জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইজ্ঞিনিয়ার আবদু সবুর, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ, সাধারন সম্পাদক মেয়র মুজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, সাইমুম সরওয়ার কমল এমপি, কানিজ ফাতেমা মোস্তাক এমপি, জেলা আ’লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম ও জেলা আ’লীগ সদস্য, সাবেক কউক চেয়ারম্যান লে: কর্ণেল (অব) ফোরকান আহমদ।
সম্মেলনে শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে।
ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আবু তালেবের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মহিদ উল্লাহের পরিচালনায় অংশ নেন, জেলা আ,লীগের সাবেক সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমদ, সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল হক মুকুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা প্রশান্ত ভুষন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক নাসরিন সরওয়ার কাবেরী, মাহবুবুর রহমান চৌধুরী, শহর আ’লীগ সভাপতি নজিবুল ইসলাম,জেলা মহিলা আ’লীগ সাধারন সম্পাদিকা হামিদা তাহের, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনকসহ আরো অনেকে।
দ্বিতীয় অধিবেশনে ভোটারদের সরাসরি ভোটে সভাপতি নিবার্চিত হলেন মো.আবু তালেব ও সাধারন সম্পাদক নিবার্চিত হলেন ইমরুল হাসান রাসেদ।