এম আবু হেনা সাগর,ঈদগাঁও॥ সারাদেশের ন্যায় কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়সহ উপজেলার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে ২০২৩ শিক্ষাবর্ষের বিনামুল্যে নতুন বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়।
নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারী) রবিবার সকালে নতুন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসব হয়। স্কুলের প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক সিরাজুল হক, নুরুল কবির, মো:রেজাউল করিম, শিক্ষক এসএম তারেকসহ আরো অনেকে।
এছাড়াও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাহ আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও মাইজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,ঈদগাহ গ্রামার স্কুলসহ উপজেলার আওতাধীন পাঁচ ইউনিয়নের বিভিন্ন স্কুল-মাদ্রাসায় নতুন বছরের শুরুতে পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়। উক্ত অনুষ্ঠানসমুহে শিক্ষার্থী,অভিভাবক,সুধীমহল সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা নতুন দিনে নতুন বই হাতে পেয়ে মহা খুশিতে উৎফুল্ল হতেও দেখা যায়।