স্টাফ রিপোর্টার॥ ঈশ্বরদীর পাকশী বাঘইল এলাকায় মাসব্যাপী এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
(শনিবার) ৪ ফেব্রুয়ারি বিকালে বাঘইল লালন একাডেমি ক্লাব আয়োজিত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র এলাকার কৃতি সন্তান স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র পাবনা জেলা শাখার সফল সাংগঠনিক সম্পাদক ডাঃ নাজমুল ইসলাম রিমেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাকশী ইউনিয়ন যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান রুবেল বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিঃ তৌকির হাসান খান।
মাদক ও সন্ত্রাস মুক্ত আগামীর প্রজন্ম গড়ে উঠুক এই প্রত্যয় ব্যাক্ত করে জয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মাসব্যাপী উক্ত খেলার পৃষ্ঠপোষকতা করেন উপজেলার স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল ডায়াগনস্টিক সেন্টার।
খেলার আয়োজনে সার্বিক পরিচালনায় ছিলেন, বিদ্যুৎ, সিজান, লিমন, অনিক, লিখন, হৃদয়, অলোক, বাপ্পি, সাদ, সাকিব, আশিক, মুঈন প্রমুখ।
উক্ত ফাইনাল খেলায় অগ্রযাত্রা স্পোর্টিং ক্লাব, বাঘইল বিজয়ী এবং ফেয়ার স্টার ফুটবল ক্লাব বাঘইল রানার্সআপ হয়ে প্রধান অতিথির নিকট থেকে পুরুস্কার গ্রহন করেন।
খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্টঃ আবির (অগ্রযাত্রা স্পোর্টিং ক্লাব,বাঘইল) নির্বাচিত হন।