এনামুল হক ছোটন: ময়মনসিংহ সদর উপজেলার ১১টি ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে দাখিলকৃত আবেদন সমূহ যাচাই-বাছাই অন্তে যোগ্য আবেদনকারীদের মধ্যে উম্মুক্ত লটারী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এর আয়োজনে মঙ্গলবার (১৯ আগস্ট) সদর উপজেলার ব্রহ্মপুত্র হলরুমে সকলের উপস্থিতিতে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে জনসম্মুখে শান্তিপূর্ণভাবে তিনটি ইউনিয়নের উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সদর উপজেলা খাগডহর, সিরতা ও কুষ্টিয়া ইউনিয়নের উন্মুক্ত লটারিতে প্রাপ্ত ডিলারদের তালিকা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, সদর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ মো: রেজাউল ইসলাম,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, সাংবাদিক আইয়ুব আলী সহ প্রমুখ।
জানা যায়, সময় সল্পতার কারণে ময়মনসিংহ সদর উপজেলার বাকি ৮ টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে আবেদিত প্রার্থীদের মধ্যে যাচাই-বাছাইকৃত যোগ্য প্রার্থীদের মধ্যে উন্মুক্ত লটারী আগামী ২০ আগষ্ট সকাল ১০.৩০ টায় ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র হলরুমে অনুষ্ঠিত হবে।




















