সুনামগঞ্জ প্রতিনিধি॥ সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে উত্তর সুরমা তৃণমূল আওয়ামীলীগ থেকে এডভোকেট শামীম আহমদকে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় উত্তর সুরমা তৃণমূল আওয়ামীলীগ। এমন লক্ষ্যকে সামনে রেখেই আজ ১৯ নভেম্বর শনিবার বিকাল ৪টায় সদর উপজেলা সুরমা ইউনিয়নের ষোলঘর তারাপুর গ্রামে উত্তর সুরমা তৃণমূল আওয়ামীলীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আওয়ামীলীগ নেতা সুলতান মিয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মুকবল হুসাইন এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর ইউপি সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুকশেদ আলী, বশির আহমদ, এডভোকেট শামীম আহমদ, মুর্শিদ মিয়া, আব্দুল মান্নান, মুহাম্মদ আলী,প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন আগামী ত্রি- বার্ষিক সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে তৃনমুলের নেতা সাবেক জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শামীম আহমদকে সাধারণ সম্পাদক করার জোর দাবী জানান।