মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা॥ কপিলমুনিতে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর আউটলেট শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৃহস্পতিবার সকালে (২৯ ডিসেম্বর)) আল আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট শাখার (মেসার্স তাসনীম এন্টারপ্রাইজ) উদ্যোগে কপিলমুনি হাজী মকসেদ আলী সুপার মার্কেট দ্বিতীয় তলায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ দিদারুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কপিলমুনি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ আফছার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক শেখ সেকেন্দার আলী, ইউপি মেম্বার রবীন্দ্র নাথ অধিকারী, জয়দেব মজুমদার, মোঃ মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন কপিলমুনি আল-আরাফাহ এজেন্ট ব্যাংকে কর্মরত মোঃ বায়জিদ হোসেন, মোঃ গোলাম রব্বানী, মোঃ ফাহিম মুনতাসির রাব্বি, মোঃ সেলিম সরদার প্রমুখ।
এসময় বিভিন্ন এলাকা থেকে উপস্থিত ২০ জন অসহায় দরিদ্র পুরুষ ও নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বক্তারা বলেন, উদ্বোধনের পর থেকে সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে আল আরাফা ইসলামী ব্যাংক (আউটলেট শাখা। মানবিক এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান উপস্থিত অতিথিরা।