ওসমান হোসাইন,কর্ণফুলী॥ কর্ণফুলী উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক এবং মাদ্রাসার ছাত্র -ছাত্রীদের মাঝে নতুন বছর-২০২৩ খ্রিষ্টাব্দ নতুন বই,নতুন ঘ্রাণ। রঙিন মলাটে নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত হয়ে উঠে ক্ষুদে শিক্ষার্থীরা।
১জানুয়ারী রবিবার সকালে বাংলাদেশের ৪৯০ তম কর্ণফুলী উপজেলা স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। কোমলমতি শিশুদের হাতে বই তুলে দিতে উপজেলার স্কুলে স্কুলে ছিল ছোট-বড় পরিসরের আয়োজন।
স্কুলে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা পরিষদ ও উপজেলা আ”লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী।
শুরু হয় বই উৎসব নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা। এসময় স্কুল মাঠ জুড়ে নতুন বই হাতে হাতে শিক্ষার্থীরা আনন্দ উচ্ছাসে মেতে উঠে।আনন্দময় পরিবেশ সৃষ্টি হয় ক্ষুদে শিক্ষার্থীদের নৃত্য ও আবৃত্তি এবং গানে মাধ্যমে। অভিভাবকরা খুশি হন বছরের শুরুতেই তাদের সন্তানদের উৎসব উদ্দীপনায় আনুষ্ঠানিকভাবে হাতে নতুন বই দেখতে পেয়ে।
এদিকে চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে কর্ণফুলী উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মামুনুর রশিদ সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, কর্ণফুলী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সোলায়মান তালুকদার,কর্ণফুলী থানা অফিসার ইনর্চাজ(ওসি) দুলাল মাহমুদ,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, জনস্বার্থ প্রকৌশলী গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, মৎস্য কর্মকর্তা স্বপন কুমার দে, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিদ্যালয়েল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক প্রতিনিধি প্রমূখ ।
এদিকে উপজেলায় বই উৎসবে বিভিন্ন স্কুলে-মাদ্রাসায় অনুষ্ঠিত আয়োজনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যববস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক,স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ফারুক চৌধুরী বলেন,জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে শিক্ষা বিস্তারের পাশাপাশি দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌছে দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান সরকারের শিক্ষা বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন।