যশোর প্রতিনিধি॥ যশোরের বাঘারপাড়ায় কাগজ দিয়ে নৌকা তৈরি করে, খেলার ছলে হয়ে গেলো প্রতিযোগিতা, উৎসব পরিনত হয়েছে মেলায়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার মধ্যে যুক্ত হলো,কাগজের নৌকা বাইচ প্রতিযোগিতা। এ যেনো নতুন এক আনন্দ উৎসব যুক্ত হয়েছে বাংলায়। যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে “বিজয় দিবস উপলক্ষে ও ২০২৩ বর্ষবরণে” কামাল হোসেন এর আয়োজনে জুলফিক্কার আলীর সার্বিক সহযোগিতায় ভিটাবল্যা বাজারের দিঘিতে পহেলা জানুয়ারি রোববার বেলা ১১টায় আবহমান বাংলার ঐতিহ্যবাহী কাগজের নৌকা বাইচ সকালে উদ্বোধনের মধ্যদিয়ে বিকালে প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় প্রথম হয়েছে সাইটখালী গ্রামের খায়রুল ইসলাম, দ্বিতীয় হয়েছে বাসুয়াড়ীর শান্তির বাজারে টিটুল এবং তৃতীয় হয়েছে ভিটাবল্যা গ্রামের হোসেন আলী। জামদিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (অ.) মোঃ মহিউদ্দিন বিশ্বাস, জামদিয়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি এম, এন শাহিনুল ইসলাম, ভিটাবল্যা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোর্শেদ আলী, ইউপি সদস্য মোঃ মাসুম বিশ্বাস, মোঃ রেজাউল ইসলাম খন্দকার, বাবু চিন্ময় ভৌমিক, মোঃ আতিয়ার রহমান, মোছাঃ আনোয়ারা বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মঞ্জুর মোর্শেদ।
বাঘারপাড়া থেকে কাগজের নৌকা বাইচ দেখতে আসা মোঃ জসিমউদ্দিন জানান, আমার জিবনে এই প্রথম কাগজের নৌকা বাইচ দেখলাম, আমার খুব ভালো লাগছে। বহু লোকের সমাগম হয়েছে ।