শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে করিমন উল্টে শাকিল খান (৩৫) নামে একজন চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর, ২২) এ দুর্ঘটনা ঘটে। নিহত করিমন চালক শাকিল খান কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকার মশিয়ার রহমান খানের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহসস্পতিবার গাড়িতে বিচুলী বোঝাই করে কালীগঞ্জের রামচন্দ্রপুর থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল শাকিল খান। পথে খালকুলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিচুলী বোঝাই করিমন রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় চালক শাকিল খান গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।