
নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শাহ আলম চঞ্চল (৩৫) নামের এক মটরসাইকেল আরোহী নিহত ও চালক রবিন (৩৬) আহত হয়েছে। নিহত চঞ্চল একজন ইলেকট্রনিক্স মিস্ত্রি।
গত ৩ মাস আগেও সে অন্য এক সড়ক দূর্ঘনায় আহত হয়েছিল। নিহতের বাড়ী মহেশপুর উপজেলার জিন্নানগর এলাকার ইসলামপুর গ্রামে বর্তমান বাড়ি কোটচাঁদপুর সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের পাশে । আর আহত রবিনের বাড়ি কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বহরামপুর গ্রামে।
তারা সম্পর্কে শালা -দুলাভাই। দূর্ঘটনার খবর পেয়েই কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে তাদেরকে উদ্ধার করে। শনিবার রাত ৭ টার দিকে কালীগঞ্জ শহরের বৈশাখী মোড়ে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর জনতার হাতে ট্রাকটি আটক হয়েছে। ঘাতক ট্রাকটির নং যশোর ট- ১১-৩৭৪৯।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চঞ্চল এবং রবিন কালীগঞ্জের চাপরাইল বাজার থেকে ইলেকট্রনিক্স মিস্ত্রির কাজ করে বাড়ি ফিরছিল। তারা কালীগঞ্জ শহরের হাঙ্গার ফ্রিওয়াল্ড সড়ক দিয়ে এসে বৈশাখী তেল পাম্পের কাছের মহাসড়কে উঠলে জিপসাম বোঝাই যশোর থেকে ছেড়ে আসা ১০ চাকার একটি ট্রাক তাদের মটর সাইকেলের পেছনে ধাক্কা দেয়। এ সময় মটর সাইকেলের পেছনে থাকা চঞ্চল পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। আহত হয় রবিন।কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।