আশরাফুজ্জামান : গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন। শনিবার ১৬/১২/২০২৩ মহান বিজয় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় ।
বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্ধনির মধ্য দিয়ে সকাল ৬.৩০ মিনিটের সময় উপজেলা চত্বর ও কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং ৭.৩০ মিনিটের সময় ,ভাটিয়াপাড়া ও ফুকরা বদ্ধভূমিতে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তক অর্পণ করে।
এ সময় উপজেলা চেয়ারম্যান, ইউএনও,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল), আ.লীগ সভিপতি,সাধারণ সম্পাদক, ভাইসচেয়ারম্যান ও ওসিসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে সকাল ৮ টায় জিসি পাইলট স্কুল মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও ছাত্রছাত্রীদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। পরে একই মাঠে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাশিয়ানি উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, কাশিয়ানী জেলা আ.লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম।এসময় আর ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মিলন সাহা, কাশিয়ানী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জিল্লুর রহমান, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান খোকন সিকদার,দেশের সূর্য সন্তান যোদ্ধা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।