বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

কুড়িগ্রামে বাসের ধাক্কায় ২ জন নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২২ ১২:০৭ পূর্বাহ্ণ

সমাপ্তি ইসলাম, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম॥কুড়িগ্রামের সদর উপজেলার খলিলগঞ্জের ত্রিমোহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন।আহত হয়েছেন একজন।

নিহত মোঃ আব্দুল হান্নান (৪৫) কাঁঠালবাড়ি ইউনিয়নের টগরাইহাট এলাকার বাসিন্দা। নিহত অপর একজনের নাম পরিচয় পাওয়া যায় নাই।

শনিবার ২৪শে ডিসেম্বর সকাল সাড়ে ৮ টায় কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ,কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টারপ্রাইজ একটি বাসনিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীসহ একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।এসময় বাসটি রাস্তার পাশে থাকা একটি মুদির দোকানে উঠে।এতে অটোরিকশা চালক দ্রুত লাফিয়ে জীবন বাঁচালেও অটোতে থাকা যাত্রী আব্দুল হান্নান ও অটোরিকশার সামনে দাড়িয়ে থাকা এক ব্যাক্তি ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে ফোন দিলে বাসের নিচ থেকে দুটি মরদেহ উদ্ধার করে ঘাতক বাসটিকে সদর থানায় নিয়ে আসে। বাস চালক অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার এ এসআই জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতদের মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একজনের নাম আব্দুল হান্নান অপর একজনের নাম পরিচয় পাওয়া যায় নাই। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ