নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ন এর কুশনা কেন্দ্রীয় কবরস্থানের জমি ক্রয়ের জন্য বিত্তশালীসহ সকলের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন এলাকা বাসী।
আজ বৃহস্পতিবার বিকালে আসরের নামাজের পর এলাকার ধর্মপ্রাণ মুসল্লী সাধারণ মানুষ যুবক বৃদ্ধ সকলেই দেশ বাসীর নিকট পবিত্র কবরস্থানের জমি ক্রয়ের জন্য বিত্তশালী সহ যাঁরা আছেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য একত্রে জমায়েত হয়।
এলাকার প্রবীণ মোঃ রবিউল (৭৫), মোঃ আনোয়ার হোসেন(৬৫), মোঃ ফখর মোল্লা, মোঃ শাহিন রেজা জানান, কুশনা গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে জমি বর্তমানে ৪০ শতাংশ আছে। এলাকা থেকে সকলেই টাকা দিয়ে জমি ক্রয় করেছি। কিন্তু জনসংখ্যার দিক থেকে একদমই স্বল্প। সেই জন্য যদি দেশবাসী জমি ক্রয় সীমানা প্রাচীরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে এই এলাকার সাধারণ মানুষ সারাজীবন কৃতজ্ঞ থাকবেন বলে সেই আশা ব্যক্ত করেন। সহযোগিতার জন্য যোগাযোগ করতে ০১৭১৩-৯১৭০৮০।