নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনের বাউন্ডারি প্রাচীর এর সাথে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা যায়। নিহত গৃহবধূ উপজেলার রুদ্রপুর গ্রামের বিশারদ আলীর স্ত্রী মোছাঃ রেহেনা খাতুন (৩৫)।
নিহতের মেয়ে জানান, আমার মা শুক্রবার আনুমানিক রাত দশ টার দিকে নতুন জামাকাপড় পড়ে বাড়ি থেকে বের হয়। তারপর আমরা অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যাইনি।(২৬-নভেম্বর)শনিবার সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি কোটচাঁদপুর রেল স্টেশনের বাউন্ডারি প্রাচীর এর সাথে ওড়না পেঁচানো আমার মায়ের মৃতদেহ ঝুলছে। পারিবারিক জমির বিষয়ে আত্মহত্যা করেছে বলে জানান নিহতের মেয়ে।
খুলনা রেলওয়ের (ওসি) মোল্লা কবির আহম্মেদ বলেন, সুরত হাল রিপোর্ট তৈরি করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা কি আত্মহত্যা বলা সম্ভব হচ্ছে না।