এনামুল হক ছোটন॥ কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের ২য় বুস্টার/ ৪র্থ ডোজ প্রদান সারা দেশের ন্যায় ময়মনসিংহ সিটি করপোরেশন( মসিক) এলাকায় চালু রয়েছে। কোভিড-১৯ টিকাদান ৪র্থ ডোজ প্রদান সম্পর্কে নগরবাসীকে অবহিত করতে মসিক এর উদ্যোগ বিভিন্ন প্রচার ও প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নগরীর জুড়ে মাইকিং কার্যক্রম চলছে।
নগরীর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, এসকে হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম এর ২য় বুষ্টার/৪র্থ ডোজ প্রদান কার্যক্রম চলছে। করোনার সম্মুখ যোদ্ধা সহ ষাটোর্ধ্ব ব্যক্তি, ডাক্তার, গর্ভবতী নারী সহ উক্ত টিকা নিতে পারবেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত কার্যক্রম পরিদর্শন ও সার্বিকভাবে পরিচালনা করছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ ও মেডিকেল অফিসার ডাঃ আসমাউল ইসলাম রুম্পা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ প্রমুখ ।
এ বিষয় খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, মসিক মেয়র ইকরামুল হক টিটু সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী মেয়র মহোদয় টিকা গ্রহণের যোগ্য নগরীর সকলকেই কোভিড-১৯ টিকাদান গ্রহণের আহবান জানান। কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের ৪র্থ ডোজ প্রদান সম্পর্কে নগরবাসীকে অবহিত করার জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে।