স্বপন আলী, মেহেরপুর॥ মেহেরপুরের সদর উপজেলার ঝাঝা গ্রামে অগ্নিকাণ্ডে অসহায় সাহারবানু বসত বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাহারবানু উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ঝাঝা গ্রামের আয়ুব আলীর মেয়ে । অগ্নিকাণ্ডে নগত ৫০ হাজার টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সাহারবানু। তিনি বলেন, আমি নিজে অসুস্থ চিকিৎসার জন্য বিভিন্ন জায়গাই মানুষের কাছে হাত পেতে ৫০ হাজার টাকা গুছিয়ে ঘরে রেখে ছিলাম কিন্ত আমার সেই টাকা ধান চাল কোন কিছু নাই সব পুড়ে গেছে।
স্থানীয়রা জানান কিভাবে আগুনের সুত্রপাত এটা কেউ বলতে পারছে না ,হঠাৎ করে আগুন লেগে গেছে। সাহারবানু আরো বলেন, বাক্সের মধ্যে থাকা টাকা, ঘরের সমস্ত মালামাল সহ যা-কিছু ছিল সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়।এ সময় কয়েকজনের চিৎকার শুনে লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।তবে নিমিষেই আগুনে পুড়ে সব ভস্মীভূত হয়।
সাহারবানু বলেন আমি গরীব মানুষ আমার স্বামি অনেক আগেই ছেড়ে গেছে আমি মাঠে কাজ কাম করে দুই টা মেয়ে নিয়ে কোন রকম জিবন যাপন করছিলাম আজ আমার সব শেষ শিতের রাতে মেয়েদের নিয়ে কোথায় যাবো আমার।মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার জানান,ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে সহযোগিতা করা হবে।