গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তির পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক” প্রকল্পের আওতায় রংপুরের গঙ্গাচড়ায় পাট উৎপাদন চাষী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
রবিবার ৭ জুলাই উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে দিনব্যাপি চাষী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব (পরিকল্পনা) পনার আছিয়া খাতুন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের পাট গবেষণা ইন্সটিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষিবিদ ডঃ মোহাম্মদ সাহাদত হোসেন, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ সোলায়মান আলী, উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম, রংপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস।
উপজেলা উপসহকারী পাট উন্নয়ন অফিসার রেজাউল করিম এর সার্বিক সহযোগিতায় ও সঞ্চালনা প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে পাটচাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এসময় রংপুর ১ আসনের এমপি প্রতিনিধি আঃ মতিন অভি, রংপুর জেলা পরিষদ সদস্য ক্ষান্ত রানী রায় প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষন শেষে ৫ জন আদর্শ বীজ উৎপাদন কারী এবং ৫ জন আদর্শ চাষীর মাঝে সম্মনা স্মারক বক্স প্রদান করা হয়।