রংপুর ব্যুরো: গঙ্গাচড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নেশাদ্রব্য ফেনসিডিল ও এসকফ সহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে গঙ্গাচড়া মডেল থানা।
জানাযায়, গঙ্গাচড়া উপজেলায় বরিবার ১৯ অক্টোবর মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গঙ্গাচড়া মডেল থানার এসআই মোঃ শাহরিয়ার হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৮ বোতল ফেনসিডিল ও ০৪ বোতল Eskuf উদ্ধার সহ মাদককারবারী আজিজুল ইসলাম (৪০)কে গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মর্ণেয়া ইউনিয়নের নরসিংহ তালপট্টি গ্রামের বাসিন্দা মৃত শাহাজাহান আলীর পুত্র আজিজুল ইসলাম (৪০)কে। অভিযানের সময় আজিজুল ইসলামের ডান হাতে থাকা খয়েরী রঙের কাপড়ের বাজারের ব্যাগের মধ্যে থেকে এই মাদকদ্রব্যগুলি উদ্ধার করা হয়।
অভিযান শেষে আসামিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ২৩, তারিখ – ২০/১০/২০২৪, ধারা – ৩৬(১) সারণির ১৪(খ) অনুযায়ী কার্যক্রম শুরু করা হয়েছে।
এবিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ আল ইমরান বলেন, এটি গঙ্গাচড়া থানার মাদকবিরোধী অভিযানের অংশ, যা এলাকার নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অভিযান অব্যাহত থাকবে।