মোঃ সবুজ মিয়া গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি॥রংপুরের গঙ্গাচড়ায় সমাপ্ত হল ৪৪’তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। এর আগে গত ২১নভেম্বর সোমবার মেলাটির উদ্বোধন হয়েছিল।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত দুই দিন ব্যাপি মেলার আজ শেষ দিনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন পিএএ । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রাবিয়া বেগম,আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ শাহানাজ খাতুন।
এছাড়া একাডেমিক সুপার ভাইজার মোঃ আমজাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রইচ উদ্দিন, গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখের মিঞা, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান মিলন উপস্থিত ছিলেন।
মেলা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান থাকে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট প্রদর্শন করে। স্কুল ও কলেজ পর্যায়ে সেরা প্রকল্প প্রদর্শনীর পুরষ্কার পায় ধামুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও গংগাচড়া সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।