
রংপুর ব্যুরো :
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে গত ২৫ এপ্রিল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গঙ্গাচড়া স্পোর্টস একাডেমিকে FIFA-AFC ওয়ান স্টার লাইসেন্স প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। একাডেমির পক্ষ থেকে লাইসেন্স গ্রহণ করেন ব্যবস্থাপক রেজাউল করিম রাযী, ওয়াহিদুজ্জামান প্রধান হৃদয় এবং হেড কোচ সাজেদুল ইসলাম লুলু।
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় স্পোর্টস একাডেমি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। অল্প সময়ের মধ্যেই একাডেমিটি উত্তরবঙ্গসহ সারাদেশে ক্রীড়া প্রশিক্ষণে আলোচনায় আসে। আন্তর্জাতিক মানের এই স্বীকৃতির মাধ্যমে একাডেমিটি দেশের ফুটবল উন্নয়নে নতুন মাত্রা যোগ করল।
ব্যবস্থাপক রেজাউল করিম রাযী জানান, “FIFA-AFC ওয়ান স্টার লাইসেন্স পাওয়া আমাদের জন্য একটি বড় অর্জন। এটি আমাদের প্রশিক্ষণ ও গঠনমূলক কার্যক্রমে পেশাদারিত্ব ও গুণগত মান নিশ্চিত করবে।”
তিনি আরও বলেন, এই স্বীকৃতির ফলে গঙ্গাচড়াসহ আশেপাশের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবল সংগঠক, কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। একাডেমির কর্মকর্তারা জানান, ভবিষ্যতে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিঃ এর সহযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী খেলোয়াড় তৈরি এবং দেশের ফুটবলে দীর্ঘমেয়াদী অবদান রাখার লক্ষ্যে এই একাডেমি কাজ করে যাবে।