স্বপন আলী, মেহেরপুর॥ মেহেরপুরের গাংনীতে বেলাল হোসেন ওরফে বেলু (৪০) নামে যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বেলাল হসেন গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জোড়পুকুরিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।
শনিবার ভোরে গাংনী থানা পুলিশের টিম অভিযান চালিয়ে বেলাল হোসেন বেলুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন , আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা গত ২৮ নভেম্বার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গাংনী শহরে একটি মিছিল বের করে। এসময় গাংনী সরকারি মাছের হ্যাঁচারির পাশে বিকট শব্দে ককটেল বিষ্ফোরিত হয়। এবং মিছিলে বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করে বিএনপিকে দায়ী করেছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত ৩টি ককটেল উদ্ধার করে পুলিশ। ওই রাতেই মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জান শিপু বাদি হয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় বেলুকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে মেহেরপুর আদালতে সোর্পদ করা হয়।