ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের গুরুদাসপুরের শিক্ষা প্রতিষ্ঠান চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুলের ২০২২ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুরুদাসপুর পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ আলী।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মোঃ মুজিবুর রহমান ও গীতা পাঠ করেন শ্রী গৌতম কুমার পাল।
সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারি প্রধান শিক্ষক মোঃ আফছার আলী ও সহকারী শিক্ষক মো. সরোয়ার্দী হোসেন।
মেধাতালিকায় শীর্ষ ৪০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এবারের ফলাফলে মেধাতালিকায় মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে আছে। ৪০ জনের মধ্যে ৩৫ জন কৃতি শিক্ষার্থীই মেয়ে
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।