বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে কৃষিজমিতে পুকুর খনন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২২ ১১:১৫ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের লক্ষিপুর মৌজায় কৃষি জমিতে এক্সভেটর মেশিন (ভেকু) দিয়ে চলছে পুকুর খননের কাজ। এরপরে ঢাকনাবিহীন ট্রলিতে করে বিক্রি করা হচ্ছে সেই মাটি। নিয়ম নীতির তোয়াক্কা না করে পুকুর খনন ও মাটি বহনে নষ্ট হচ্ছে রাস্তার স্থায়িত্ব। এছাড়া খোলা যানবাহনে বহনের কারণে রাস্তার ওপর পড়ে জমছে মাটির আস্তরণ। এতে রাস্তা পিচ্ছিল হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সেইসাথে ধুলা উড়ে পথচারীসহ বিভিন্ন যানবাহনের চালকসহ যাত্রীরা দূর্ভোগের স্বীকার হচ্ছেন।

এলাকাবাসীরা জানান, পুকুর খনন ও মাটি ব্যবসায়ী নাজিরপুর ইউনিয়নের রানীনগর গ্রামের আনছার আলীর ছেলে মো. শাহীন আলী। শীত মৌসুম এলেই ফসলি জমির মাটিকে প্রধান টার্গেট করে বছর শুরু করে চলে তার মাটি বিক্রির রমরমা ব্যবসা। এতে হারিয়ে যাচ্ছে ফসলি জমি। প্রশাসনের পক্ষ হতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হলেও কিছু দিন বন্ধ থাকার পর আবার শুরু হয় কাজ। তারা আরও জানান, রাস্তার সাথে বাড়ি হওয়ায় ছোট শিশুদের নিয়ে তারা সবসময় ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। এছাড়া পাশেই রয়েছে একটি বিদ্যালয়। কখন বুঝি একটা দুর্ঘটনা ঘটে যায়। সেইসাথে মাটি বহনে অপরিচ্ছন্ন হয়ে যাচ্ছে তাদের বাড়িঘর।

নাম প্রকাশে অনিচ্ছুক পাশের জমির এক কৃষক বলেন, এ পুকুর খননের জন্য তাদের ফসলসহ জমিও নষ্ট হচ্ছে। জলাবদ্ধতাও সৃষ্টি হবে। আমরা বাধা দিয়ে বিভিন্ন হুমকির সম্মুখীন হয়েছি। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এবিষয়ে শাহীন আলী বলেন, সুবকিছু ম্যানেজ করেই পুকুর খননের কাজ শুরু করেছেন তিনি। আর ট্রলিতে করে ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্মাণ বা ডোবা, পুকুর ভরাটসহ বিভিন্ন কাজে এই মাটি বিক্রি করা হচ্ছে।

নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, এমন কাজ কেউ করে থাকলে তা দ্রæত বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় বলেন, সরকারি সম্পদ বা জনগনের ক্ষতি হয় এমন কোন কাজ বরদাস্ত করা হবে না। সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর আত্রাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

তাহিরপুরে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব দিতে প্রধান শিক্ষকের টালবাহানা 

নাটোর সহ রাজশাহীর ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন নিয়ে জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তি

ডাসারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বিএনপির শান্তি মিছিল 

শিবপুরে আনন্দ মিছিল করতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

­জলঢাকায় পূজা উদযাপন পরিষদের সম্মেলনে সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়

ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ও পানেরছড়া ঢালায় গুচ্ছ গ্রাম বসানোর দাবী

বদলগাছীতে গাঁজার ট্রাক হরিলুট

বরগুনায় কাফনের কাপড় বেঁধে পলিটেকনিকের শিক্ষার্থীদের গনমিছিল