ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ নাটোরের গুরুদাসপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হলেন মো. মোশাররফ হোসেন (প্রাপ্ত ভোট ৬৬) ও সাধারন সম্পাদক এহসান আহমেদ ( প্রাপ্ত ভোট ৮১), সহসাধারন সম্পাদক পদে মোঃ সুজন মিয়া (প্রাপ্ত ভোট ৮১) সহসভাপতি পদে বাবু মুহুরী (প্রাপ্ত ভোট ৬৪) এবং কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান (প্রাপ্ত ভোট ৮৭) নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, সভাপতি পদে ৭জন এবং সাধারন সম্পাদক পদে ৩ জন ও কোষাধ্যক্ষ পদে ৩জনসহ অন্যান্য পদে মোট ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গুরুদাসপুর দলিল লেখক কার্যালয়ে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৯৬ ভোটারের মধ্যে ১৯৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী উপজেলা সাব রেজিস্টার শামীমা পারভীন বেসরকারীভাবে ফলাফল ঘোষনা শেষে বলেন, উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি গুরুদাসপুর থানা পুলিশ, স্থানীয় সাংবাদিকসহ নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।