ইমাম হাছাইন পিন্টু,নাটোর॥ নাটোরের গুরুদাসপুরে ২৬ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলার শহীদ মিনার চত্বরে দিনব্যাপী বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।
গুরুদাসপুর সরকারী বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজের শিক্ষর্থীরা প্রদর্শন করেন বিশ্বে সাম্প্রতিক কিছু সমষ্যার বিজ্ঞান ভিত্তিক সমাধান। মেলায় রোজী মোজাম্মেল মহিলা কলেজ, থেকে অংশগ্রহণ করেছেন ফারজানা হক জীম, মনিসা, লামিয়া ও তার দল। তাদের প্রজেক্টের নাম “দেশীয় অর্থনীতিতে স্বল্প খরজে প্রযুক্তি ও পরিবেশ বান্ধব স্বপ্নের শহর নির্মানের কৌশল”।মশিন্দা মডেল ফাজিল মাদ্রসার শিক্ষার্থীরা দেখান, কারখানায় আগুনের ধোঁয়া বের হলেই বাতি জ্বলবে, ফায়ার অ্যালার্ম বাজবে। বেগম রোকেয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দেখিয়েছেন বিদ্যুত ও পানির অপচয়রোধের পদ্ধতি। গুরুদাসপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখিয়েছেন স্বল্প ব্যায়ে পরিবেশ বান্ধব বিদ্যুত উৎপাদন। খুবজীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখিয়েছেন ওসান পাওয়ার প্লান্ট তৈরীর কৌশল।
এছাড়াও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেন উপজেলার নাজিরপুর ডিগ্রী কলেজ, মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়, নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, ধারাবারিষা উচ্চ বিদ্যালয়, মাহফুজুর রহমান কারিগরি স্কুল এন্ড কলেজ ও নাজিরপুর উচ্চ দ্যিালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিজ্ঞান মেলায় ১২টি স্টলে খুুদে শিক্ষার্থীদের এসকল আবিস্কার প্রদর্শন করা হয়।
এসময় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস, সম্মানিত অতিথি স্ব্যাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.আনিসুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান প্রমুখ।
বিকেল ৪টায় ডক্টর শহিদ শামসুজ্জোহা সরকারি কলেজ ও গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সহ মেলায় অংশগ্রহণ কারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দিয়ে সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়।