ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরি, সংরক্ষন ও বিক্রয়ের অপরাধে চাঁচকৈড় বাজারের গুড় ব্যবসায়ী ‘‘মোসার্স ভাই ভাই’’ এবং মেসার্স আজিজ সোনার গুড় কারখানা প্রতিষ্ঠান মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১১ ডিসেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। অভিযানে ৯ হাজার কেজি ভেজাল গুড় ও ১৮ হাজার লিটার চিনির সিরাপ জব্দ করা হয়।
এসময় ভেজাল গুড় তৈরি, সংরক্ষন ও বিক্রয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে ‘‘মেসার্স ভাই ভাই’’ গুড় কারখানার মালিক দেলোয়ার হোসেন দুলাল (৪৮) কে ১ লাখ টাকা এবং ‘‘মেসার্স আজিজ সোনার’’ গুড় কারখানার মালিক সুজন সোনার (৩০) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত গুড় ও চিনির সিরাপ ফেলে ধ্বংস করা হয়।