
ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এক অসহায় কৃষকের চারটি গরু চুরি হয়ে যাওয়ার ঘটনায় ২জন গরু চোরকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।
আটককৃত আসামিরা হলেন পৌরসভার পূর্ব জোয়ারা ৩নং ওয়ার্ডের মৃত জুনু মিয়ার ছেলে মনির উদ্দিন (২০) ও মৃত আমহদ নবী (প্রকাশ বুলা মিয়ার) ছেলে সিএনজি ড্রাইভার আবু সুফিয়ান (৪৫)। আটককৃতদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৩ নভেম্বর বুধবার গভীর রাতে পৌরসভার ৪নং ওয়ার্ড রমজু বলির বাড়ীর মৃত আনজু মিয়ার ছেলে আবদুল আলীম (প্রকাশ) কালু মিয়ার গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। ঘটনার দিন রাতে চৌধুরী মাকের্টের সামনে গোপন সি সি ক্যামরার ফুটেজ দেখে ৩জন আসামিকে সনাক্ত করা হয়। তাদের মধ্যে আবু সুফিয়ান ও মনির উদ্দিন আটক হলেও একই এলাকার মুছা সওদাগরের ছেলে নিজাম খান (৩২) পালিয়ে যায়। উল্লেখ্য আবদুল আলীম একজন সাধারণ কৃষক। তিনি ৪ মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার। তার আয়ের প্রধান উৎস ছিলি চুরি হয়ে যাওয়া গরু গুলো। তিনি কয়েকটি এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে অস্টেলিয়ান দুধের গরুগুলো ক্রয় করেন। গুরুগুলো চুরি হওয়াতে তিনি সহায় সম্বল হারিয়ে এখন পথে বসেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান ধৃত আসামি আবু সুফিয়ান থানার সোর্স হিসেবে পরিচিত উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন অপকর্মের দায়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, গ্রেফতার পরবর্তীতে জামিনে এসে সে পুনরায় সংঘবদ্ধ হয়ে এলাকায় এই সব অপরাধ সংঘটিত করে।অপরদিকে উপজেলায় একাধিক প্রেসক্লাব, জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক যারা কিনা প্রতিনিয়ত উপজেলা পরিষদ ও থানা এলাকায় সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত থাকে তারা গরিব এই অসহায় কৃষকের গরু চুরির ঘটনাটির বিষয়ে সংবাদ প্রকাশে নীরবতা পালন করায় এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেন।