ইসমাইল ইমন চট্টগ্রাম॥ মোজাম্বিক বাঁশখালীয়ান প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য আরও দৃঢ় করার প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মোজাম্বিক প্রবাসী বাংলাদেশে আগত বাঁশখালীয়ান অন্যতম আঞ্চলিক সংগঠন মোজাম্বিক বাঁশখালী গ্রুপের বনভোজন ও মিলনমেলা।
আজ শুক্রবার (১৭ই ফেব্রুয়ারি) বাঁশখালী ইকোপার্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বনভোজনটি অনুষ্ঠিত হয়। বাঁশখালী বিভিন্ন জায়গা থেকে সিএনজি ও নিজস্ব পরিবহন নিয়ে বাঁশখালীয়ান মোজাম্বিক প্রবাসী মিলন মেলা ও বনভোজনে যোগ দেন।
দুপুরে খাওয়া দাওয়ার পর বিভিন্ন কর্মসূচি শুরু হয়। যার মধ্যে কুইজ, লটারি ড্র , বিভিন্ন খেলাধুলা পুরস্কার বিতরণসহ নানা ব্যতিক্রমি আয়োজন। অনুষ্ঠানের আয়োজনের প্রক্ষাপট তু্লে ধরে বত্তব্য রাখেন বাঁশখালীর কৃতি সন্তান মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী এর যুন্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আহমদ নূর,মোজাম্বিকের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মাইনুদ্দিন লক্ষী, মোজাম্বিকের বিশিষ্ট ব্যবসায়ী সিকান্দার নূরী, এম আর মুজিব, আদিল হোসেন ইফতু, জিকু সিকদার টি,জি শহিদ, গিয়াস উদ্দিন ।
অনুষ্ঠানের শুভেচ্ছা বত্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,আমির হোসেন,শওকত আলী,জামাল উদ্দিন ,হেফাজ, মোঃ ফারুক, মোঃ শাহেদুল, ওসমান গণি, আব্দুল করিম, মারুফ, রমিজ, আরসাদ, আবু সালেক, আমিরী, ইফতিকার, জালাল, ওসমান, মাহামুদু, মানিক, ছগির, নজরুল, শিপন, প্রবাসীদের পরিবারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজক ও উদ্যোক্তা বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোজাম্বিক প্রবাসী এম আর মুজিব বলেন, বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের নিয়ে বাঁশখালীর মোজাম্বিক প্রবাসদের এই নিয়ে দ্বিতীয় বার দেশে মিলন মেলার আয়োজন করা হয়েছে।তিনি আরো বলেন মিলন মেলাকে স্মরণীয় করে রাখার জন্য মনোমুগ্ধকর ব্যতিক্রমী সব কর্মসূচি । পরিবার সহ মিলন মেলায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আগামীতেও এই রকম বনভোজন বা মিলন মেলার আয়োজন করা হবে বলে জানান। অতিথি ও প্রবাসীরা সুন্দর, নির্মল, আনন্দদায়ক একটি বনভোজন আয়োজনের জন্য আয়োজক ও উদ্যোক্তা দের ধন্যবাদ জানান।