ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ সরকারি ক্রয়ে স্বচ্ছতার মাধ্যমে দেশে টেকসই উন্নয়ন নিশ্চিতে সংশ্লিস্টদের সক্রিয় অংশ গ্রহন নিশ্চিত করতে একটি ই-জিপি (ইলেক্ট্রনিক গর্ভমেন্ট প্রকিউরমেন্ট) সচেতনতা মূলক কর্মশালা বৃহস্পতিবার (০৮ডিসেম্বর, ২০২২) নাটোরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীন সেন্ট্রাল প্রকিউর মেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এ কর্মশালার আয়োজনকরে।
বিশ্ব ব্যাংকের অতিরিক্ত অর্থায়নে সিপিটিইউর ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউর মেন্ট প্রজেক্টের (ডিআইএমএপিপি) আওতায় অনুষ্ঠিত কর্মশালা বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের (বিসিসিপি) সহায়তায় আয়োজন করা হয়।
মোঃ আজিজ তাহের খান, পরিচালক (যুগ্মসচিব), সিপিটিইউ, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শামীম আহমেদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নাটোর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারোয়ার সহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ডা. জিনাত সুলতানা, প্রোগ্রাম ডিরেক্টর, বিসিসিপি স্বাগত বক্তব্য রাখেন এবং সিটিজেন পোর্টাল এবং সকল স্তরের মানুষের জন্য এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জনগণের অর্থের র্সব্বোত্তম ব্যবহার নিশ্চিত কল্পে সরকারি ক্রয়ে ব্যাপক ডিজিটাইজেশনের উদ্দেশ্যে সিপিটিইউ নানাবিধ পদ্ধতিই-জিপি সিস্টেমে অর্ন্তভূক্ত করেছে সে সবের উল্লেখ করে মোঃআজিজ তাহের খান এ সবের যথাযথ প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন।
মেহের আফরোজ, ডেপুটি ডিরেক্টর, বিসিসিপি কর্মশালায় ই-জিপি সম্পর্কে একটি উপস্থাপনা করেন।
উপস্থাপনায় দেশের উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ে সার্বিক ধারণা পেতে এবং উন্নয়ন কাজের গুণ গত মান নিশ্চিতে সিটিজেন র্পোটালের মাধ্যমে সরাসরি তদারকির জন্য জনগণকে সক্রিয় ও কার্যকর ভাবে সম্পৃক্ত করতে ই-জিপি র্পোটালের পাশাপাশি সিটিজেন র্পোটালকেও আরো ব্যাপক ভাবে সবার কাছে তুলে ধরার উপর জোর দেয়া হয় ।
মো: আব্দুস সালাম, প্রোগ্রাম ম্যানেজার, বিসিসিপি-র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় ক্রয়কারী সংস্থা, দরপত্র দাতা এবং সাংবাদিক সহমোট ৭৫জন অংশ গ্রহণ কারী অংশ গ্রহণ করেন।