
সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা)॥ বরগুনা জেলার সেরা তরুণ করদাতা হয়েছেন আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের নাসির উদ্দিন মোল্লার কনিষ্ঠ পুত্র এ,কে মিলন।
২০২১- ২০২২ কর বর্ষে বরিশাল বিভাগের ৬ জেলার ৪৯ জন সর্বোচ্চ করদাতা, দীর্ঘ মেয়াদে করদাতা, সেরা নারী করদাতা এবং সেরা তরুণ করদাতার চারটি ক্যাটাগরিতে এনবিআর এ সম্মাননা প্রদান করা হয়েছে।
এ সকল ক্যাটাগরীর মধ্যে বরগুনা জেলার সেরা তরুণ করদাতা হিসেবে সম্মাননা ক্রেষ্ট পেয়েছেন আমতলী’র এ,কে মিলন কে।
গত বুধবার বরিশাল নগরীর গ্রান্ড পার্ক হোটেলের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ,কে মিলনকে এ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। বরিশাল আঞ্চলিক কর কমিশনার কাজী লতিফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আন্তর্জাতিক কর) মোঃ আবদুল মজিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অ্যান্ড কমার্স এর সভাপতি সাইদুর রহমান রিন্টু।
সন্মাননা পেয়ে এ,কে মিলন বলেন, দেশ সেবায় অংশীদার হতে পেরে আমি আনন্দিত।