
ডেস্ক নিউজ : ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাট জেলায় কর্মরত এএসআই (নিঃ)/মোঃ সাইফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) শোক এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে, এক প্রেস বিজ্ঞপ্তিতে পিবিআই বিষয়টি নিশ্চিত করেছে।
জানাযায়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাট জেলায় কর্মরত এএসআই (নিঃ)/মোঃ সাইফুল ইসলাম, পিতা—আঃ রাজ্জাক, গ্রাম—আখড়াখোলা, পোঃ—আখড়াখোলা, থানা—সাতক্ষীরা সদর, জেলা—সাতক্ষীরা, জ্বর ও ডায়রিয়া জনিত কারণে আইসিইউ, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনায় চিকিৎসাধীন অবস্থায় গত ০১ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ দুপুর আনুমানিক ১৩:০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি বাবা—মা, স্ত্রী, ০২ সন্তান এবং আত্নীয়—স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম এএসআই (নিঃ)/মোঃ সাইফুল ইসলাম ১৯ বছর বাংলাদেশ পুলিশ বাহিনীতে সুনামের সহিত চাকুরী করেছেন।