রতন দে, মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরের ডাসারের কাজীবাকাই ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত কাল বিকালে কাজীবাকাই ইউনিয়নের ফজলগঞ্জ বাজার সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাজীবাকাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মুন্সি সামচুল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা আ’লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার,কাজী মতিউর রহমান বাদল,মতিউর রহমান হাওলাদার, এ্যাডঃ বিদ্যুৎ কান্তি বাড়ৈ, খায়রুল ইসলাম মহসিন, আহবায়ক কমিটির সদস্য মোঃ হারুন অর রশিদ,মিজানুর রহমান তোতা মৃধা,মোঃ বাবুল ইসলাম মিয়া, জাহাঙ্গীর হোসেন মৃধা, মিল্টন বিশ্বাস, বাবুল হোসেন বাবলু সহ ছাত্রলীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজীবাকাই ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোঃ ফিরুজ খন্দকার।
প্রধান অতিথি সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হাতকে আরও শক্তিশালী করার লক্ষে এ কমিটি।
সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের অক্লান্ত প্রচেষ্টায়, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডাসার উপজেলা উপহার দিয়েছেন। আজ আপনারা ডাসার উপজেলার বাসিন্দা হয়েছেন।
মনে রাখবেন,আপনাদের যোগ্যতাই, আপনাকে পৌছে দিবে নেতৃত্বের আসনে।
আমরা প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে তিনটি ওয়ার্ড কমিটি ঘোষণা করে জানিয়ে দিব।