
মোঃ আনোয়ার হোসেন, ডিমলা (নীলফামারী) ॥
নীলফামারীর ডিমলায় ডিমলা উপজেলা শিক্ষক – কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব)এর ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৮ জানুয়ারি দুপুরে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা শিক্ষক -কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা কালব এর সভাপতি ও জাতীয়তাবাদী দলের সাংগাঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব এর ডিরেক্টর জিল্লুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা,সহ-সভাপতি আরিফ -উল ইসলাম লিটন,মশিউর রহমান, জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কালব এর সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রেজাউল ইসলাম ও সেলিম জাহাঙ্গীর, আঃ জব্বার, শফিকুল ইসলাম। সভায় নেতৃবৃন্দের বক্তব্যের পর কালব এর সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম হিসাব-নিকাশ উপস্থাপন করেন। অনুষ্ঠানে লটারির মাধ্যমে শিক্ষক -কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।