মোঃ আনোয়ার হোসেন, ডিমলা(নীলফামারী)॥নীলফামারীর জেলার ডিমলা একটি সীমান্তবর্তী উপজেলা। এখানে বিনোদনের জন্য কোন খেলাধুলার কোন ব্যবস্হা না থাকায় নীলফামারী -১,ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এর নিরলস প্রচেষ্টায় যুবকদের মাদকাসক্ত থেকে ফেরাতে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের হেলিপ্যাড মাঠে যুবকদের খেলামুখি করার লক্ষ্যে ২৯ নভেম্বর বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্হাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ আহসান রাসেল এমপি,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সাংসদ ডোমার-ডিমলা আসন।সভায় সভাপতিত্ব করেন মেজবাহ উদ্দিন, সচিব, যুব ওৃ ক্রীড়া মন্ত্রণালয়, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্হাপন শেষে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিন্টু, খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে যুবকদের মাদকাসক্ত থেকে ফেরাতে খেলামুখি করার লক্ষ্যে এলাকার লোকজনকে আহবান জানান।