মোঃ আনোয়ার হোসেন ডিমলা, (নীলফামারী)॥আজ ১১ ডিসেম্বর। নীলফামারীর ডিমলা উপজেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। দিবসটি পালন উপলক্ষে ডিমলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃত্বে রালীটি উপজেলা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে শহরের পাঁচ মাথা মোড় বিজয় চত্বরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আসাদুজ্জামান জুয়েল। সভায় উপস্থিত ছিলেন আ.লীগের ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, তদন্ত ওসি বিশ্বরায়।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড এর সাংগাঠনিক সম্পাদক সফিয়ার রহমান। প্রেস ক্লাব- সভাপতি সারোয়ার জাহান সোহাগ ও সহ-সভাপতি আনোয়ার হোসেন।
ডিমলা উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে আগত মুক্তি যোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। আজকের এই দিনে নীলফামারী জেলার ডিমলা উপজেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়।