তানভীর রশীদ তূর্য, ডোমার (নীলফামারী): “জমিয়তের দাওয়াত,জমিয়তের পয়গাম- আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ ও ছাত্র জমিয়ত বাংলাদেশের আয়োজনে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলার ০৯ নং ইউনিয়নের সোনারায় বাজারে জমিয়তে উলামায়ে ইসলামের অস্থায়ী কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
নীলফামারী জেলা জমিয়তের সভাপতি মাওলানা ইসমাইল হুসাইন রিয়াজীর সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমান আলহাজ্ব মুফতি মাহমুদ বিন আলমের সঞ্চালনায় এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলামের নীলফামারী জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুর, ডোমার উপজেলা জমিয়তে উলামায়ের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ডিমলা উপজেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, যুব জমিয়তের রংপুর বিভাগীয় সদস্য সচিব নুরুজ্জামান, ছাত্র জমিয়তের নীলফামারী জেলা সভাপতি রাজু রুহানী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী তার বক্তব্যে বলেন, ‘আমরা আওয়ামী সরকারের ডামি নির্বাচন, প্রহসনের নির্বাচনে যাই নি। আমরা নয়ছয়ের রাজনীতিতে পা ফেলিনি। আমরা সর্বদা চেয়েছিলাম একটা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান, যতদ্রুত সম্ভব জাতির সামনে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ দিন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যেখানে নেই কোনো ভয়। বাংলার আলেম সমাজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা বেশ কয়েকবার জেল খেটেছি। কারাবাসে, রিমান্ডে কিংবা জালিমের অত্যাচারে আমরা কখনোই হতাশ হইনি। বরং ভেবে নিয়েছি, মহান আল্লাহ তায়ালা আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন। আমি ২৬ দিন রিমান্ডে ছিলাম আমার মতো অসংখ্য ব্যক্তি তারও বেশি জেল খেটেছে, রিমান্ডে নির্যাতন সহ্য করেছে।
আলোচনা শেষে জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেন হাফেজ ক্বারী মাওলানা জাফর আহম্মেদ।