শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ॥ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ৩নং বড়দল দক্ষিণ ইউ পি চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলীর নিজস্ব অর্থায়নে।
৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডে নালের বন্ধ গ্রামের দারুল ক্বোরআন হাফিজিয়া নালের বন্দ মাদ্রাসা হাফ বিল্ডিং একটি ভবন করে দেন। (১১ই ডিসেম্বর) রবিবার বিকাল ৪ ঘটিকায় শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় ইউপি চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলী অফিসিয়াল কাজে ব্যস্ত থাকায় চেয়ারম্যানে’র ছোট ভাই হাজী জিল্লুর রহমান কুরআন তেলাওয়াতের মাধ্যমে, দারুল ক্বোরআন হাফিজিয়া নালের বন্ধ মাদ্রাসার নতুন ভবনটি শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ও উদ্বোধন শেষে সকল উপস্থিতি গনের মধ্যে তবারক বিতরণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অর্থ মাদ্রাসা সভাপতি মোঃ সুরুত জামান বলেন, দীর্ঘদিন দিন ধরে ভবনে এর ভোগান্তিতে ভুগছে ছাত্র এবং শিক্ষক, এখন নতুন ভবন পেয়ে এলাকাবাসীসহ সবাই আনন্দিত এবং চেয়ারম্যান পরিবারের জন্য আমরা চির কৃতজ্ঞ প্রকাশ করছি।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রহিছ উদ্দিন এবং ছাত্র সহ এলাকার গণ্যমান্য বর্গবৃত্তিরা উপস্থিত ছিলেন ও উদ্বোধন কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ মতিউর রহমান প্রমুখ।