
দেবহাটা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আতিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-১৫/১২/২২ ইং তারিখ, এসআই (নিঃ) হাফিজুর রহমান, এসআই (নিঃ)মাহাবুর রহমান, এএসআই (নিঃ) হুমায়ুন কবীর, সংঙ্গীয় ফোর্সসহ জিআর-২৩/১৭(দেব:) এর আসামী ১। সেলিম রেজা, পিতা-মো: সামছুর রহমান, সাং- দক্ষিন পারুলিয়া , নন.জি.আর-০৫/১৪(দেব:) এর আসামী ২। হাসান আলী, পিতা-আদর আলী, ৩। আ: মজিদ, পিতা-আকবর গাজী, উভয় সাং-উত্তর পারুলিয়া, জি.আর-৭২/২০(দেব:) এর আসামী ৪। সেলিম, পিতা-নুর আলী, সাং-বহেরা, সর্ব থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাদের গ্রেফতার করেন এবং একই তারিখ এসআই(নিঃ) মোঃলালচাঁদ আলী, এসআই(নিঃ) শরিফুল ইসলাম, এএসআই(নিঃ)/৫৬ শামীম হোসেন সংগীয় ফোর্সসহ জি.আর-১৮/১৯(দেব:) এর আসামী ৫। শাহীন গাজী, পিতা-আব্দুর রহিম, সাং-দেবহাটা, ৬। রায়হান কবির, পিতা-নুর ইসলাম সরদার, সাং-দেবহাটা(বনবিবির বটতলার পার্শ্বে), ও সিআর-৮৬/১৯(দেব:) এর (সাজাপ্রাপ্ত) আসামী ৭। আরশাদ আলী সরদার, পিতা-মৃত বরকতুল্লাহ সরদার, সাং-সাংবাড়িয়া, রামনাথপুর, সর্বথানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন আসামীদেরকে ইং-১৫/১২/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।