বাংলাদেশ সকাল
সোমবার , ২ জানুয়ারি ২০২৩ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নগরীর মুকুল নিকেতনে বই উৎসবের উদ্বোধন মসিক মেয়র টিটু’র

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে- ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

বই উৎসব উপলক্ষে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর সকল সেক্টরে সমান গুরুত্ব দিয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য যাত্রা শুরু করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে, এই জাতিকে সম্মৃদ্ধশালী জাতি হিসেবে গড়ে তুলতে হলে সুশিক্ষিত করতে হবে। যার কারণে প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছেন। আমরা এক সময় দেখতাম এসএসসি-এইচএসসিসহ সকল পরীক্ষায় নকলের মহোৎসব চলতো। সেই অবস্থা থেকে আমাদের বর্তমান সরকার তা রক্ষা করেছেন। অর্থাৎ যার মেধা রয়েছে সে ভালো ফলাফল করবে। একটা সময় আমাদের শিক্ষার্থীরা সারা বছর পড়ালেখা না করে নকলের চেষ্টায় সময় পাড়ি দিত, যার ফলে মেধার সঠিক মূল্যায়ন বা প্রতিফলন তাঁরা পেতনা। এর ফলে আমাদের যে কাঙ্খিত উন্নয়ন সেটি থেকে স্বাভাবিক অর্থেই আমরা ব্যাহত হয়েছি। সমাজে যদি শিক্ষার আলোকে প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের প্রধানমন্ত্রী সকল ধনী-গরীব সকলের সন্তানকে সুশিক্ষিত করার জন্য বছরের প্রথম দিনেই বিনামূল্যে পাঠ্যপুস্তক হাতে তুলে দিয়েছেন। বছরের প্রথম দিনে আমরা বই উৎসব উদযাপন করতে পারছি এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষিত করার লক্ষ্যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ। তিনি আরও বলেন, সরকার বিনামূল্যে বই দিচ্ছে, মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ দিয়েছে, বিভিন্ন রকম বৃত্তি ও ভাতা দিয়ে শিক্ষার সুযোগ বৃদ্ধি করেছে। এ সুযোগ কাজে ভালো ফলাফল করতে হবে, প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করতে হবে।

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল আলম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব, শিক্ষক আব্দুর রাজ্জাক সহ এডহক কমিটির সদস্যগণ সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় এবং কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন মেয়র। অন্যান্য বিদ্যালয়সমূহের বই উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণকালে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের ক্যান্টিন ও অভিভাবক অপেক্ষমান কক্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন মসিক মেয়র টিটু।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে একটি গ্রামেই ১৯ প্রতিবন্ধি

দেবহাটায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

সীতাকুন্ডে লেগুনা দূর্ঘটনায় ১২ কলেজ ছাত্রী আহত

পিরিজ কান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত 

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পের আওতায় কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক প্রশিক্ষণ

শাস্ত্রের নামে পন্ডিতরা মিথ্যার আশ্রয় নিচ্ছেন, অভিযোগ  আরএসএস প্রধান মোহন ভগত

পাথরঘাটার কৃতি সন্তান পিন্টু বেপারীর পদোন্নতিতে উপজেলা প্রেসক্লাবের সংবর্ধণা

বৃটেনের কার্ডিফে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে ঈদ পূনর্মিলনী 

দেবহাটার সরকারী কেবিএ কলেজে ছাত্রলীগের নবীনবরণ অনুষ্ঠিত 

সান্তাহারে প্রশিকার পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান