এম আবু হেনা সাগর,ঈদগাঁও॥ কক্সবাজার জেলাবাসীকে নতুন বছরের নতুন দিনেই শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।
বিবৃতিতে ঐক্য পরিবার এডমিন এম আবু হেনা সাগর, ছৈয়দ ইসলাম সাকিব শুভেচ্ছা জানিয়ে বলেন, ১ জানুয়ারী প্রতিবছরই নতুন বার্তা নিয়ে সামনে উপস্থিত হয়। পুরনো বছরের দু:খ বেদনা, ব্যর্থতা-গ্লানি, আশা-নিরাশা ও হতাশাকে পেছনে ফেলে নতুন আঙ্গিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নব দিনক্ষন। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যত গড়ার স্বপ্ন নিয়ে তৎপর হতে পারলে নব বছর হয়ে উঠতে পারে সাফল্য ও আনন্দময়।
কার্যকরী পরিষদের সদস্য আবদুল্লাহ মিয়াজী, ইকবাল শরীফ ও মহিউদ্দিন মহি জানান,বিগত বছরটি ঐক্য পরিবারের অনেক স্মৃতিময় দিন। বহু কর্মকান্ডের মধ্য দিয়ে এই সংগঠনটি স্বপ্নের যাত্রার দাঁড়িয়েছে স্বগৌরবে। পাওয়া না পাওয়া হিসেবে না দেখিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন বছরে সবার জীবনে বয়ে আনুক বিজয়,অনাবিল সুখ-শান্তি, শান্তি হোক সর্বত্রই, দূর হউক অন্যায়-অবিচার।
পর্যটন নগরী কক্সবাজারসহ ঈদগাঁওবাসীকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। নতুনদিন হোক সবার জন্য কল্যানময়………।