এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: এইচএসসি ও সমমানের ২০২৫ পরীক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের আশানুরূপ ফলাফল না হওয়ার কারণ এবং ভবিষ্যতে ফলাফল উন্নয়নে করণীয় নির্ধারণে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫ এ ফলাফল বিপর্যয়ের কারণ ও উত্তরণে করণীয় ” শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোয়াইব আহমাদ খান, অতিরিক্ত সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন, উপসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়,নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডক্টর আ,ফ,ম, মশিউর রহমান এবং পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন।
কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ড. মনিনুর রশীদ, অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ড. ফজলুল হক রুমন রেজা, অধ্যক্ষ, নারায়ণগঞ্জ কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সভায় জেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের (যাদের পাসের হার ৫০ শতাংশের নিচে) অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবকবৃন্দসহ ভাল ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন শিক্ষানুরাগীরাও মতবিনিময়ে অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, পাঠদানের পদ্ধতিগত ঘাটতি, শিক্ষার্থীদের অনাগ্রহ, শিক্ষক-অভিভাবক সমন্বয়ের অভাব এবং তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার না করা— এসব কারণেই ফলাফল প্রত্যাশিত হয়নি। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগী ও জ্ঞানপিপাসু করে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জোরদার করার আহ্বান জানান।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটিয়ে তাদেরকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় ফলাফল বিপর্যয়ের কারণসমূহ বিশ্লেষণ করে ভবিষ্যতে উন্নতির লক্ষ্যে বাস্তবসম্মত করণীয় নির্ধারণে একমত পোষণ করা হয়।




















