ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরে জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে সাড়ে পাঁচশ’ সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের হরিশপুর এলাকায় জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক সাবেক অতিরিক্ত সচিব অজিত কুমার পালের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, জনতা ব্যাংক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক,জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক দীলিপ কুমার দাস প্রমুখ।
সভা পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা রিয়াউল ইসলাম মাসুম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক নাটোর এরিয়ার উপ-মহা ব্যবস্থাপক সফিকুর রহমান,পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাবিবুর রহমান চুন্নু.জিল্রুর রহমান আলমগীর প্রমুখ।