
ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাটোর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বিকেল ৫ টায় নাটোরের আলাইপুরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বিপুল সংখ্যক পুলিশ সমাবেশ ঘিরে রাখে এবং মিছিলে বাধা দেয়। মিছিল করতে না পেরে তাৎক্ষনিক নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব ও স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান আসাদ।