
ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ শিক্ষার কোন বয়স নেই। অদম্য ইচ্ছাশক্তি আর মনোবলই পারে সকল কৃতিত্ব অর্জন করতে। এবার তা প্রমাণ করলেন নাটোরের সিংড়া পৌরসভার নারী কাউন্সিলর মোছা: জয়তন বেগম (৪৬)।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পর জয়তন বেগম তার পাসের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন।
পোস্টে তিনি লেখেন, ‘আমি এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৪.৬১ পেয়েছি। মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি’। তার পোস্টের কমেন্ট সেকশনে জনপ্রতিনিধি, নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষার কোনো বয়স নেই। আমি এই বয়সে আবার পড়াশোনা শুরু করেছি। আমি অনেক আনন্দিত। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই। সমাজের মানুষের সেবা করতে চাই।
মোছা: জয়তন বেগম (৪৬) সিংড়া পৌর এলাকার বাসষ্ট্যান্ড মহল্লার বাসিন্দা। তিনি সিংড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর।